বাদাই জালে মাছ ধরায় ১০ জেলের কারাদণ্ড
নাটোরের নলডাঙ্গার হালতি বিলে নিষিদ্ধ বাদাই জালে মাছ ধরার দায়ে ১০ জেলেকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উদ্ধারকৃত প্রায় ১০ লাখ টাকার বাদাই জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান এই রায় প্রদান করেন।
এছাড়াও তিনি জব্দকৃত ইঞ্জিন চালিত ৪টি নৌকা উন্মুক্ত নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দেয়ার নির্দেশ দেন।
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলের একাংশে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা