ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চিত্রা নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

প্রকাশিত: ১০:১৮ এএম, ০৪ আগস্ট ২০১৬

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নাহিদ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের রূপগঞ্জ গুদামঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নাহিদ রূপগঞ্জের ভাড়াটিয়া দিনমজুর ইমরান হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদ তার এক বন্ধুর সঙ্গে চিত্রা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে নাহিদের বন্ধু উঠে গেলে সে নিখোঁজ রয়ে যায়। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও নাহিদকে খুঁজে পায়নি। উদ্ধার কাজ এখনো চলছে।

হাফিজুল নিলু/এআরএ/পিআর