মুক্তিপণের টাকা না দিলে তুহিনকে ভারতে পাচারের হুমকি
নাটোরের বড়াইগ্রামে ২২দিন ধরে অপহৃত প্রতিবন্ধী শিশু তুহিনকে (১৪) ফিরিয়ে দিতে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে।
শনিবারের মধ্যেই মুক্তিপণ না দেওয়া হলে রোববার রাতের মধ্যেই তাকে ভারতে পাচার করে দেওয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।
শুক্রবার রাত ১২টার দিকে অপহৃত শিশু তুহিনের বাবার ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণ দাবি করেন ওই ব্যক্তি।
পুলিশ জানায়, বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নের দাসগ্রামের বাসিন্দা ও অপহৃত প্রতিবন্ধী শিশু তুহিনের বাবা ইউসুফ আলীর ব্যক্তিগত মোবাইলে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি ০১৬৭৮৫৪৭৫৫৪ নম্বর থেকে তুহিনকে ফিরিয়ে দেওয়ার শর্তে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
শনিবার বিকেল ৫টার মধ্যেই তাদের কথামতো মুক্তিপণের টাকা না দিলে ভারতে পাচার করে দেওয়ার হুমকি দেয় ওই ব্যক্তি।
এছাড়া, বিষয়টি পুলিশ কিংবা র্যাবকে জানালে বড় ধরনের মাসুল দিতে হবে বলে ইউসুফ আলীকে মোবাইলে হুমকি দেওয়া হয়।
তুহিনের বাবা ইউসুব আলী জানান, তুহিনকে ফিরে পেতে দাবিকৃত টাকা দেওয়ার জন্য অজ্ঞাত ওই ব্যক্তির কাছ থেকে বিকাশ নম্বর চেয়েছিলেন তিনি। কিন্তু ওই ব্যক্তি টাকা যোগাড় করে রাখতে বলেছে এবং সময় হলে কীভাবে টাকা দিতে হবে তা জানিয়ে দেবে সে। এরপর থেকে ওই ব্যক্তির মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
উলেখ্য, গত ১৪ জুলাই বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নের দাসগ্রামের নিজ এলাকা থেকে নিখোঁজ হয় তুহিন। সে মূলত একজন মানসিক প্রতিবন্ধী।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তুহিন নিখোঁজ ও মোবাইল ফোনে টাকা দাবির ঘটনাটি শুনেছি। মোবাইল নম্বরটি কার তা খুঁজে বের করাসহ তুহিনকে উদ্ধার করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।
রেজাউল করিম রেজা/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা