ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কেন্দুয়ায় পোশাক কর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৬ আগস্ট ২০১৬

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফতেপুর কান্দাপাড়া গ্রামের একটি ডোবা থেকে হাবিবুর রহমান (১৮) নামে এক পোশাক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিবুর উপজেলার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, নিহত হাবিবুর রহমান মৃগি রোগাক্রান্ত ছিল। রাতে ঘরে ঘুমিয়ে ছিল, সকালে উঠে তাকে ঘরে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর গ্রামের ধানক্ষেতের ডোবায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

কামাল হোসাইন/এএম/এমএস