ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সন্তানকে মাটিতে আছড়ে হত্যা করলেন বাবা

প্রকাশিত: ১০:১০ এএম, ০৭ আগস্ট ২০১৬

দাম্পত্য কলহের জের ধরে নেত্রকোনা জেলার বারহাট্টায় দেড় মাসের শিশুমেয়ে সূচনা পালকে মাটিতে আছড়ে হত্যা করেছেন তার বাবা নীতেন্দ্র পাল। এ ঘটনায় পাষণ্ড বাবাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার বিকালে বারহাট্টা উপজেলার বাউশী ইউনিয়নের নওয়াগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। আটক নীতেন্দ্র পাল নওগাঁ গ্রামের হরেন্দ্র পালের ছেলে।
    
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিনমজুর নীতেন্দ্র পালের সঙ্গে প্রায় সময় তার স্ত্রী সঞ্চিতা পালের মধ্যে ঝগড়াঝাটি হয়ে আসছিল। শনিবার বিকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। একপর্যায়ে নীতেন্দ্র পাল রাগ সামলাতে না পেরে স্ত্রীর কোল থেকে দেড় মাসের মেয়েশিশু সূচনাকে কেড়ে নিয়ে মাটিতে আছড়ে হত্যা করে। এ ঘটনায় প্রতিবেশীরা নীতেন্দ্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
    
বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জাগো নিউজকে জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মৃত শিশুর দাদা অখিল পাল বাদী হয়ে শনিবার রাতে বারহাট্টা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ওই মামলায় নীতেন্দ্রকে গ্রেফতার দেখানো হয়েছে।

কামাল হোসাইন/এএম/এবিএস