ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নড়িয়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জয়ী

প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৭ আগস্ট ২০১৬

শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম বাবু রাঢ়ি ৫ হাজার ২৫৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদুল হাসান জুয়েল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১৭ ভোট।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়িয়া রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার ভোট গণনা শেষে নারকেল গাছ প্রতীক স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম বাবু রাঢ়িকে জয়ী ঘোষণা করেন।  

রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস সুজন বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৪টায়। এরপর ভোট গণনা করে নিশ্চিত হয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে।  

উল্লেখ্য, নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন। মেয়রের পদ শূন্য হওয়ায় রোববার এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

মো. ছগির হোসেন/এএম/পিআর