ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পীরগঞ্জে ড. ওয়াজেদ মিয়ার ভাতিজা নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৭ আগস্ট ২০১৬

রংপুরের নবগঠিত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ভাতিজা আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৭ হাজার ২৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়দুর রহমান নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৪২১ ভোট।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পীরগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ সহ মোট ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার ভাইয়ের ছেলে আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম। এছাড়াও পৌর বিএনপির সভাপতি সহিদুল ইসলাম সেবু (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সায়দুর রহমান (নারিকেল গাছ) ও অ্যাড. কাজী লুমুম্বা লুমু (জগ) প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) ও জামায়াত তাদের কোনো প্রার্থী দিতে পারেনি। মোট ৯টি কেন্দ্রের ৩৮টি কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জিতু কবীর/এআরএ/পিআর

আরও পড়ুন