দামুড়হুদায় হত্যা মামলার আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা ঘটনার ১০ মাসের মাথায় ঘাতক ফজলে আলী মালিথাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেল ৪টার দিকে জয়রামপুর কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজলে আলী উপজেলার জয়রামপুর হালসাপাড়ার মৃত ইউসুফ মালিতার ছেলে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ফজলে আলী আরো ২টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। ঘটনার পর থেকে সে দীর্ঘদিন ঢাকায় পালিয়ে ছিল। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা সিআইডি ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, দীর্ঘ তদন্ত শেষে গত ১৩ জুলাই ওই হত্যা মামলার দুই আসামি ফজলে ও তার স্ত্রী রোকসানাকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ জুলাই সকাল ৮টার দিকে দামুড়হুদার জয়রামপুর হালসাপাড়ায় বসতভিটার জমিজমা সংক্রান্ত কলহের জের ধরে প্রতিবেশী মৃত আইজুদ্দিন জোয়ার্দ্দারের ছেলে কৃষক ফরজন আলীকে (৫৫) ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফজলে ও তার স্ত্রী রোকসানা। এতে ঘটনাস্থলেই ফরজন আলীর মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী সাবেরা বেগম বাদী হয়ে খুনি ফজলে ও তার স্ত্রী রোকসানাকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। আড়াই মাসের মাথায় মামলাটি সিআইডির কাছে হস্তান্তরিত হয়।
সালাউদ্দিন কাজল/এএম/পিআর