ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৮ আগস্ট ২০১৬

ফেনীর ফুলগাজীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ওয়াহিদ উল্যাহ (৫০) নিহত হয়েছেন। সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার নোয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ও হত্যাকারী ওই গ্রামের মৃত মৌলভী আব্দুল হান্নানের ছেলে। ঘটনার পর পরই হত্যাকারী আব্দুল গনি এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জহিরুল হক মিলু/এসএস/এমএস

আরও পড়ুন