আদিতমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাসের ধাক্কায় আব্দুর রহিম (৪৫) নামে এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার সকালে লালমনিরহাট বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের আদিতমারী উপজেলার সারপুকুর যুগীটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের স্টেশন পাড়ার মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে বাড়ি থেকে লালমনিরহাট শহরে যাচ্ছিলেন আব্দুর রহিম। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা সোহান পরিবহনের একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম মারা যান এবং বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর বর্ম্মণ জাগো নিউজকে জানান, সড়ক যোগাযোগ সচল রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিউল হাসান/এফএ/আরআইপি