ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৯ আগস্ট ২০১৬

লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, সদর উপজেলার ফুলগাছ গ্রামের রফিকুল ইসলামের বড় মেয়ে ঋতু মনি (৮) ও ছোট ছেলে হৃদয় ইসলাম (৬)। ঋতু মনি স্থানীয় ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও হৃদয় স্থানীয় ব্যাক শিশু শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটির পর বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় হৃদয়। এসময় পুকুর পাড়ে থাকা বড় বোন ঋতু মনি তাকে বাঁচাতে পুকুরে নামলে সেও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুকুরে নেমে অনেক খোঁজা-খুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করে।
 
মোঘলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল ইসলাম/এআরএ/এবিএস