ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৯ আগস্ট ২০১৬

কুষ্টিয়া শহরের চৌড়হাসে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক তরিকুল ইসলামের মৃত্যু হয়েছে। নিহত তরিকুল ইসলাম সদর উপজেলার আইলচারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরে কাজ শেষে চৌড়হাস এলাকা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক তরিকুল ইসলাম। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আল-মামুন সাগর/এআরএ/এবিএস