ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে গণছুটি

প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৯ আগস্ট ২০১৬

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও পিডিবি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা তিন দিনের গণছুটি কর্মসূচি পালন করছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানি করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা স্ব-স্ব অফিস কক্ষে তালা ঝুলি দিয়ে কোম্পানি করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা যেকোন মূল্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানি করার ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়ে বলেন, অন্যথায় কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে খাগড়াছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের চট্টগ্রাম আঞ্চলিক শাখার ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

মুজিবুর রহমান ভূইয়া/এআরএ/এবিএস