ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্তত ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এক গ্রাহককে জরিমানাও করা হয়েছে।
বুধবার দুপুরে পৌরশহরেরর সরকারপাড়া এলাকায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মুসার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মুসা জাগো নিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সরকারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অন্তত ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে একই এলাকার জোৎস্না বেগম (৬৫) নামে এক গ্রাহককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অ্যবাহত থাকবে।
অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এসএস/এমএস