নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর তরফপাহাড়ি গ্রাম থেকে বুধবার দুপুরে জোবায়ের মিয়া (৬) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, গত রোববার দুপুরে নিখোঁজ হয় জোবায়ের। এ ব্যাপারে তার বাবা আনোয়ারুল ইসলাম সাদুল্যাপুর থানায় একটি ডায়েরি করে। বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গর্তের মধ্যে জোবায়েরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গর্তের ভেতর ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অমিত দাশ/এফএ/এমএস