পুলিশের ধাওয়ায় বৃদ্ধের মৃত্যু : ডিবির এসআই ক্লোজড
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) ধাওয়ায় সাতির মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মৌলভীবাজার ডিবির এসআই নজরুল ইসলামকে ক্লোজড করে পুলিশ লাইন পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, সাতির মিয়ার ছেলে এলাকায় ইয়াবা ব্যবসা করছে-এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশ সাতির মিয়াকে ধাওয়া দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ
- ২ প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাটের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার
- ৩ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌসের অকাল মৃত্যু, প্রশাসনে শোকের ছায়া
- ৪ পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৭৯ জনের নামে মামলা
- ৫ রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫