ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জে ৭টি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

কিশোরগঞ্জে অবরোধ চলাকালে ৩টি বাস, ট্যাঙ্ক লড়ি ও ৩টি কাভার্ডভ্যান ভাঙচুর করেছে অবরোধকারীরা।

সোমবার দুপুরে কিশোরগঞ্জ সদরের ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের রশিদাবাদে এ ঘটনা ঘটে। এ সময়  অবরোধকারীরা অনন্য পরিবহনের যাত্রীবাহী বাস, তেলের ট্যাঙ্ক লড়ি ও একটি পিকআপ ভাঙচুর করেছে।

এদিকে রোববার রাতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাসে কুলিয়ারচরের ছয়সুতী এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই রাতে বিন্নাটীতে ঢাকা হতে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা অনন্যা সুপার পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪০২০) নম্বরের একটি বাসকে সামনে থেকে এসে ২টি মোটরসাইকেল গতিরোধ করে ঢিল ছুড়ে ভাঙচুর করে। জেলখানা মোড়ে প্রাণ গ্রুপের (ঢাকা মেট্রো-অ-১৪-০৫৯২) নম্বরের কাভার্ড ভ্যানটিকেও ভাঙচুর করে।
এ সময় কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ২৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

-এমএএস