ইয়াবা-ভারতীয় প্যান্ট পিসসহ আটক ৩
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের রেলস্টেশন ও সদর উপজেলার সাতগাড়ি থেকে দেড়শ পিস ইয়াবা ও ২০ থান ভারতীয় প্যান্টের পিসসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আকটকৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার শ্যামপুর গ্রামের নাজের বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম ছোটো (৩৫), একই গ্রামের মৃত গোলজার মল্লিকের ছেলে জাহাঙ্গীর আলী ও সদর উপজেলার সাতগাড়ি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে পলাশ (১৬)।
পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহগামী একটি পাখি ভ্যানকে শহরের রেলস্টেশন এলাকায় গতিরোধ করা হয়। এ সময় ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় ২০ থান প্যান্টপিস জব্দ করা হয়। এ ঘটনায় শফিকুল ইসলাম ছোটো ও জাহাঙ্গীর আলীকে আটক করা হয়।
এর আগে, শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতগাড়ি মোড়ে অভিযান চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ পলাশকে আটক করে পুলিশ।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন কাজল/এএম/আরআইপি