ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বোন হত্যার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৩ আগস্ট ২০১৬

চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরিয়ায় নূপুর (১২) নামের এক স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই সাইমুনের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ভাই সাইমুন পলাতক।

শনিবার সদর হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে নূপুরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নূপুর সদর উপজেলার খেজুরিয়া মিশন পাড়া গ্রামের বিমল সরকারের মেয়ে এবং ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যায় নূপুরকে তার বড় ভাই সাইমুন শাসন করতে গিয়ে মারপিট করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহতের বাবা বিমল সরকার দাবি করেন নূপুর পরিবারের সদস্যদের সঙ্গে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে সে মারা যায়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, কি কারণে নূপুর মারা গেছে তা জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।  

সালাউদ্দিন কাজল/এএম/এবিএস