খাগড়াছড়ির ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ ও মাটিরাঙ্গা ডিগ্রী কলেজেসহ জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এসব ল্যাবের উদ্বোধন করেন।
খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে স্থাপিত ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ্ আলমগীরসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. শামছুল হক। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল হারুনসহ কলেজ গভর্নিং বডির সদস্য, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন উপলক্ষে মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ জাতীয়করণ হয়েছে উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. শামছুল হক বলেন, তথ্য ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় কলেজ গভর্নিং বডির সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও কলেজের প্রভাষক মো. তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/আরআইপি