ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৪ আগস্ট ২০১৬

রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। রোববার ভোরে উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাটে এ ঘটনা ঘটে।

ময়েনপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়াম্যান মাহবুবুল আলম জানান, নিহত ওই যুবকসহ আরো তিনজন শুকুরের হাট এলাকায় একটি বাড়িতে চুরি করতে যায়। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটকের পর মারধর শুরু করে। মারধরের এক পর্যায়ে ওই যুবক মারা যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জিতু কবীর/এসএস/এমএস

আরও পড়ুন