ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ত্রাণ না, পানি নিষ্কাশন চাই

প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৪ আগস্ট ২০১৬

অতিবৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা সদর, কলারোয়া ও তালা উপজেলার নিন্মাঞ্চল। সব মিলিয়ে দেড় শতাধিক গ্রামের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। কপোতাক্ষ ও বেতনা নদ দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় তালা, কলারোয়া ও সাতক্ষীরা সদর পানিতে তলিয়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।

তাদের দাবি- আমরা ত্রাণ চাই না, পানি নিষ্কাশন চাই। ত্রাণ নিয়ে কতদিন খেতে পারবো তার থেকে যদি বাড়িতে থাকতে পারি তবে কাজ করে সংসার চালাতে পারবো।

পাটকেলঘাটা এলাকার খলিলুর রহমান বলেন, পানি নিষ্কাশনের মাধ্যম কপোতাক্ষ নদ দিয়ে এখন আর পানি নিষ্কাশিত হয় না। তাছাড়া কয়েক বছর ধরে ২৬২ কোটি টাকা ব্যায়ে কপোতাক্ষ খনন করেছে কিন্তু তার কোনো সুফল আমরা পেলাম না। সেই যদি আবার পানিতে সব ডুবে গেলো তাহলে এত টাকা খরচ করে কী লাভ।

satkhira

সৈয়দ মাসুদ রানা নামের অপর একজন বলেন, পাটকেলঘাটা সদরের পশ্চিম পাড়ায় এখন কোমর পানি কিন্তু নিষ্কাশনের কোনো উদ্যোগ নেই।

কলারোয়া সদরের জুলফিকার আলী জানান, কপোতাক্ষ তীরবর্তী অঞ্চলগুলো পানির নিচে। দেয়াড়া ইউনিয়ন, যুগিখালি ইউনিয়নের কিছু অংশ ও জয়নগর ইউনিয়নের সরশকাটি এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

তালা উপজেলার কিসমতঘোনা এলাকার কেষ্ট দাস জানান, ঘরে-বাইরে সবখানে পানি। রাস্তা-ঘাট পানিতে ডুবানো। পানি নিষ্কাশনের কারো কোনো উদ্যোগ নেই। পানি নিষ্কাশন হলে তো এনজিওদের ব্যবসা হবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক এএফএম এহতেশামুল হক জাগো নিউজকে জানান, উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তারা উপজেলার সার্বিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিরুপন করছেন। ইতোমধ্যে দুর্গত এলাকার জন্য কিছু বরাদ্দও দেওয়া হয়েছে।

পানি নিষ্কাশনের বিষয়ে তিনি বলেন, পানি নিয়ে যাবো কোথায় ?

আকরামুল ইসলাম/এফএ/পিআর