ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্গাপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৫ আগস্ট ২০১৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় এলাকা থেকে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সামছুল আলম ওরফে সামছুদ্দিনকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সামছুদ্দিনকে আটক করা হয়। তার বাড়ি উপজেলার রাগজুর ঘগড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, সামছুল আলম ওরফে সামছুদ্দিন ১৯৯৮ সালে স্থানীয় এক শিশুকে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু দীর্ঘদিন সে পলাতক ছিল। পরে সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ তাকে চন্ডিগড় এলাকা থেকে গ্রেফতার করে।
 
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবীর জাগোনিউজকে জানান, গ্রেফতার সামছুল আলমকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।   

কামাল হোসাইন/এফএ/এবিএস

আরও পড়ুন