ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় পানির অভাবে পাট পচাতে পারছেন না কৃষকরা

প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৫ আগস্ট ২০১৬

গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার কৃষকরা পানির অভাবে পাট পচাতে পারছেন না। তীব্র খরায় পানি শুকিয়ে জাগ উপরে উঠে পড়েছে। আবার অনেকেই হাঁটু পানিতে জাগ দিয়ে পাট পচানোর চেষ্টা করছেন। এতে পাটের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি দাম কম পাওয়ার আশঙ্কাও করছেন কৃষকরা।

পলাশবাড়ী উপজেলার জামালপুরের কৃষক শাহারুল ইসলাম জানান, তাদের এলাকায় বন্যা না হওয়ায় পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিললেও তা চাহিদার তুলনায় একেবারেই কম। যে পরিমাণ বৃষ্টি হয়, তা মাটিই শুষে নেয়। আশপাশের খাল-বিল এমনকি কোথাও জমানো পানি নেই। পানির অভাবে পাট পচানো যাচ্ছে না।

গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুরের জিল্লুর রহমান জানান, তিনি কিছুদিন আগে জমে থাকা বৃষ্টির পানিতে পাটের জাগ দেন। কিন্তু খরায় পানি শুকিয়ে যাওয়ায় পাটের জাগ উপরে উঠে পড়েছে। তীব্র খরায় খাল-বিলের পানি শুকিয়ে যাওয়ায় পাট পচানো যাচ্ছে না।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে হাঁটু পানিতে পাট পচালেও পাটের সোনানি রং নষ্ট হয়ে কালচে হচ্ছে। ফলে পাটের গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে।
 
এ ব্যাপারে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রুহুল আমিন জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাট চাষ হয়েছে। জেলায় মোট ১৪ হাজার ১৩০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অমিত দাশ/এফএ/আরআইপি