ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অপহরণের দুই মাস পর স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৫ আগস্ট ২০১৬

অপহরণের প্রায় দুই মাস পর গাইবান্ধার গোবিন্দগঞ্জের স্কুলছাত্রী মিম আকতারকে (১৫) ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় হেলাল মিয়া (২৮) নামে এক অপহরণকারীকে আটক করা হয়।

সোমবার সকালে আশুলিয়ার ইপিজেডের রফতানি গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। স্কুলছাত্রী মিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু (নয়াপাড়া) গ্রামের আবদুস সালাম মিয়ার মেয়ে। আর হেলাল জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীকলা গ্রামের আবদুল মজিদ মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নবিউল জানান, মিম স্থানীয় কোমরপুর বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করত। গত ১৯ জুন স্কুল বন্ধ থাকায় সে স্থানীয় কোমরপুর বাজারের রাশেদ মাস্টারের কোচিংয়ে যায়। কোচিং থেকে আসার পথে অপহরণের শিকার হয় মিম।

এ ঘটনায় হেলালকে ১ নম্বর আসামি করে চারজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা করা হয়। গোপন খবর পেয়ে ঘটনার এক মাস ২৬ দিন পর তাকে উদ্ধার করা হয়। এ সময় হেলালকে আটক করা হয়।  

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ভিকটিম ও আসামি এখনো থানায় পৌঁছায়নি। মামলার অপর তিন আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

অমিত দাশ/এএম/এবিএস