ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

প্রকাশিত: ০২:৫২ পিএম, ১৫ আগস্ট ২০১৬

রংপুরের পীরগাছায় ট্রেনের ধাক্কায় মমিনুল ইসলাম (২৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ সময় অন্তত দুজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌধুরানী রেল স্টেশনের উত্তর রেল গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম পীরগাছার দেউতি এলাকার আমিনুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যার দিকে মমিনুলসহ আরো দুজন ট্রলি নিয়ে কান্দি থেকে চৌধুরানী যাচ্ছিলেন। রেলস্টেশনের লাইন পারাপারের সময় শান্তাহার থেকে ছেড়ে আসা দিনাজুপরগামী দোলন এক্সপ্রেস ট্রেন ট্রলিটি ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।

আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জিতু কবীর/এএম/পিআর