চাঁদপুরে ৯৬০ টন চীনামাটি নিয়ে কার্গো পানির নিচে

চাঁদপুরের মেঘনা নদীতে অন্য একটি কার্গোর ধাক্কায় ৯৬০ টন চীনামাটি নিয়ে এমভি সোয়াদ নামে একটি কার্গোর অর্ধেক অংশ পানিতে ডুবে গেছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। কার্গোটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল। তবে ডুবন্ত কার্গোর মাস্টার কার্গোটি ডুবে যাচ্ছে দেখে দ্রুত মেঘনার পাড়ে নিয়ে আসতে সক্ষম হয়।
কার্গোর মাস্টার মো. জাহাঙ্গীর আলম জানান, জাহাজে ১২ জন কর্মকর্তা থাকলেও কেউ হতাহত হননি। তবে জাহাজে থাকা ৯৬০ টন সিরামিক তৈরি করার চীনামাটি সম্পূর্ণ পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় তিনি বাদী হয়ে একটি জিডি করেছেন।
লঞ্চের সুপারভাইজার মো. বিল্লাল জানান, তারা চট্টগ্রাম থেকে ১৯ জানুয়ারি ছেড়ে আসার পর সোমবার রাতে চাঁদপুর লঞ্চঘাটের পাশেই অবস্থান নেয়। ভোরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর দুটি এমভি সাগরের আলো-২ ও এমভি সিরাজুল ইসলাম-১ এমভি সোয়াদ জাহাজের ডান দিকে আঘাত করে। এতে সোয়াদের ডান পাশ ভেঙে যায়। পরে তারা পাড়ে নিয়ে আসার আগেই চীনামাটি মেঘনায় নিমজ্জিত হয়।
এ ঘটনার খবর পেয়ে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম. হাবিবুর রহমানসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
-এমএএস
বিজ্ঞাপন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গর্ভবতী নারীকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিলো পুলিশ
- ২ কুমিল্লা বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ৩ দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
- ৪ সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ: নাহিদ ইসলাম
- ৫ পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: আব্দুস সালাম