দেবহাটায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরার দেবহাটায় ঘেরের মধ্য থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইদ্রিস আলী (৩৮) একই এলাকার আবু মুছার ছেলে।
দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত থেকে ইদ্রিস আলী নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের এলাকার মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আকরামুল ইসলাম/এআরএ/এবিএস