কুষ্টিয়ায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার লক্ষ্মীপুরে শরীফা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার ইবি থানার লক্ষ্মীপুর গ্রামের এক ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশী শফিকুল ইসলাম জানান, জুয়েল হাসান নামে একটি ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। তাদের দুইজনকে রাতে একসঙ্গে স্থানীয়রা দেখে ফেলায় তারা পালিয়ে যায়।
ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জুয়েলকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। তাকে আটক করা হলে আসল রহস্য বের হয়ে আসবে।
আল-মামুন সাগর/এআরএ/আরআইপি