ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাঁঠালিয়ায় ব্রিজ ভেঙে পাঁচ গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৭ আগস্ট ২০১৬

ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া হাসপাতাল সংযোগ সড়কের ধোপার খালের উপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে যাওয়ায় পাঁচ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বুধবার সকালে বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় ব্রিজটি ভেঙে পড়ে।

এতে সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পাঁচ গ্রামের সড়ক যোগাযোগ বন্ধ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারীসহ ওই সব এলাকার বাসিন্দারা। বিশেষ করে অ্যাম্বুলেন্সসহ সকল যানবাহন বন্ধ থাকায় এবং বিকল্প কোনো সড়কের ব্যবস্থা না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ অন্যত্র নেয়া সম্ভব হচ্ছে না।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, বুধবার সকাল ৮টার দিকে আল-আলিফ নামের বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এসময় ওই কার্গোটিও পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় ব্রিজের উপরে থাকা এক সাইকেল আরোহী ও শিশুসহ দুই পথচারী আহত হয়েছেন।

স্থানীয় জিয়া তালুকদার বলেন, এই ব্রিজটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। এমনিতেই এটি নড়বড়ে ছিল। বালুবোঝাই কার্গোর সামান্য ধাক্কায় এটি ভেঙে যায়। সড়ক পথে আমুয়া হাসপাতালে যাওয়ার একমাত্র রাস্তা ছিল এই ব্রিজটি। দ্রুত এটা মেরামত করা না হলে রোগীসহ সকলে ভোগান্তিতে পড়বে।

এলজিইডির কাঁঠালিয়া উপজেলা প্রকৌশলী অমল চন্দ্র রায় বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে চলাচলে অনেক ভোগান্তি হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে বিষয়টি জানিয়েছি। আশা করছি দ্রুত ব্রিজটির নির্মাণ কাজ শুরু হবে।

আতিকুর রহমান/এফএ/পিআর