ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক পরিবারকে অর্থ প্রদান

প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২১ জানুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক নজরুল ইসলাম সাইফুলের পরিবারকে কল্যাণ তহবিলের পক্ষ থেকে অর্থ প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে এ অর্থ প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অর্থপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

প্রেসক্লাবের কল্যাণ তহবিলের আহবায়ক এমদাদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ূন কবির, বিশিষ্ট সমাজসেবক লায়ন ফিরোজুর রহমান ওলিও, ডা. বজলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রয়াত সাংবাদিক নজরুল ইসলাম সাইফুলের সহধর্মিণী তানজিনা আক্তারের হাতে ৮০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।

বিএ