ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আদালতের নির্দেশে তিনটি তক্ষক সুন্দরবনে অবমুক্ত

প্রকাশিত: ১২:২১ পিএম, ১৮ আগস্ট ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলায় উদ্ধার করা তিনটি তক্ষক সাপ অবশেষে সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ (তালা) এর আদেশে সাপগুলো অবমুক্ত করা হয়।

পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, সম্প্রতি তালায় অভিযান চালিয়ে র‌্যাব-৬ খুলনার একটি দল তিনটি তক্ষক সাপ উদ্ধার করে।

সাপ তিনটির আনুমানিক মূল্য তিন লক্ষাধিক টাকা। এসময় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর