ঢালাই মেশিনের গাড়ি উল্টে শ্রমিক নিহত
সাতক্ষীরার শ্যামনগরের খানপুর মোড়ে ঢালাই মেশিন উল্টে আবু রায়হান (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঢালাই মেশিনটি চারজন শ্রমিককে নিয়ে সুন্দরবনের মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি যাত্রীবাহী বাসের পাশ কাটাতে গিয়ে ঢালাই মেশিনটি রাস্তার খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শ্রমিক আবু রায়হান নিহত হন। আহতরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আকরামুল ইসলাম/এফএ/পিআর