ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে কোর্ট থেকে পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৭:১৪ এএম, ১৯ আগস্ট ২০১৬

শরীয়তপুরে আদালত থেকে পলাতক আসামি সামাদ মাদবরকে বিকেনগর ইউনিয়নের বিকেনগর গ্রামে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের শৌলা গ্রামের আফসার মাদবরের ছেলে সামাদ মাদবরকে গত ২১ জুলাই মাদক মামলায় আদালত জেল হাজতে পাঠান। গত ১৭ আগস্ট বুধবার ধার্য তারিখে তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত চলাকালিন সময়ে কাঠগড়া থেকে সামাদ মাদবর পালিয়ে যান।

এ ঘটনায় হাজত ইনচার্জ বশির উদ্দিন বাদী হয়ে সামাদ মাদবরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এসময় দায়িত্বে থাকা সাজেদুল ইসলাম ও ফজলুল হক নামে দুই পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তিনি বিকেনগরে তার শ্বশুরবাড়ি এলাকায় আছেন। পরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।  

ছগির হোসেন/এফএ/পিআর

আরও পড়ুন