ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জীবন্ত গাছ মৃত দেখিয়ে বিক্রি!

প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৯ আগস্ট ২০১৬

সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের পাশে লাগানো জেলা পরিষদের ৫টি মূল্যবান গাছ মরা ও ঝুঁকিপূর্ণ দেখিয়ে কেঁটে বিক্রি করার সময় জনরোষে ও সাংবাদিকদের ক্যামেরার সামনে বন্ধ হয়েছে। গাছগুলোর মূল্য আনুমানিক ৪ লাখ টাকা।
 
স্থানীয়রা জানান, শহরের সুলতানপুর এলাকার শরিফুল ইসলাম মিঠু ও জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামান দুই জনের যোগসাযোশে জীবন্ত গাছ মরা ও ঝুঁকিপূর্ণ দেখিয়ে বিক্রি করা হয়। পরে জেলা পরিষদের অনুমোদন নিয়ে শুক্রবার সকালে অফিস ছুটির দিনে গাছগুলো কাটা হচ্ছিল। জনগণ বাধা দেয়ার আগেই গাছের ডালপালা কেটে ফেলা হয়।

জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামান ঘুষ গ্রহণের কথা অস্বীকার করে বলেন, গাছগুলো বিপদজ্জনক হওয়ায় সেগুলো কেটে ফেলার উদ্যোগ নেয়া হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর