ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু আটক

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৯ আগস্ট ২০১৬

রাঙ্গামাটিতে বৌদ্ধ ভিক্ষু উ থুয়েন থিকে (৬৮) আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মারমাপাড়ার শান্তিরত্ম বৌদ্ধবিহার থেকে তাকে আটক করা হয়।
 
জানা যায়, শুক্রবার সকালে জেলার জুরাছড়ি জোন থেকে সেনাবাহিনীর একটি দল মারমাপাড়ার শান্তিরত্ম বৌদ্ধবিহারে অভিযান চালিয়ে ভিক্ষু উ থুয়েন থিকে আটক করে। তিনি মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনীর একটি সূত্র।  

সূত্র মতে, আটক বৌদ্ধ ভিক্ষু দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছিলেন। খবর পেয়ে তার ওপর কড়া নজর রাখছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এর আগে সেখানে কয়েকবার অভিযানও পরিচালনা করা হয়। শুক্রবার সকালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মিয়ানমারের প্রায় দেড় লাখ টাকার মুদ্রা ও বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়। আটক বৌদ্ধ ভিক্ষু বাংলা ভাষা বুঝেন না, বলতেও পারেন না।

বিষয়টি নিশ্চিত করে জুরাছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসুফ সিদ্দিকী বলেন, ভিক্ষু উ থুয়েন থিকে  সেনাবাহিনীর সদস্যরা আটক করে জুরাছড়ি থানা পুলিশে হস্তান্তর করে। শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশে তাকে হস্তান্তর করা হবে।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/এবিএস