ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় অবসরপ্রাপ্তদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা

প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২০ আগস্ট ২০১৬

মাগুরায় অবসরপ্রাপ্ত পেনশনভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিনামূল্যে চালু হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রতিমাসের এক ও দুই তারিখ জেলা হিসাবরক্ষণ অফিসে তাদের চিকিৎসাসেবা দেয়া হয়।

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রহমান শেখ জাগো নিউজকে জানান, পেনশনভোগীদের জন্য মাগুরা জেলা হিসাবরক্ষণ অফিসে মাসের প্রথম দুই কর্মদিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করায় অনেক বৃদ্ধই এখন স্বস্তিতে আছেন। পেনশনভোগী যেসব বয়স্ক মানুষের ছেলেমেয়েরা তাদের বাবা-মাকে সময় দিতে পারতো না সেসব পেনশনভোগীরাও এ স্বাস্থ্যসেবা কেন্দ্রে এসে জীবনের শেষ সময়টুকু সুস্থ থাকার জন্য চেষ্টা করে যাচ্ছেন।

জেলা হিসাবরক্ষণ অফিসার জিল্লুর রহমান জাগো নিউজকে বলেন, স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিকস, ব্লাড পেশার, চোখ, দাঁত, গাইনি, হাইপার টেনশন, শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়। দেশের মধ্যে এ ধরনের কার্যক্রম প্রথম মাগুরায় চালু হওয়ায় সাড়াও মিলছে অনেক।

পেনশনভোগী শিক্ষিকা রোজিনা পারভীন জাগো নিউজকে জানান, যেসব মানুষ এক সময় দেশের সেবায় নিজেদের নিয়োজিত করেছিলেন সেসব মানুষ আজ ফ্রি স্বাস্থ্যসেবা পাওয়ায় দেশ ও জাতির কাছে চির ঋণী হয়ে থাকবেন।

এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমান জাগো নিউজকে জানান, এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি মাগুরার জন্য ইনোভেশন। মূলত পেনশনভোগী বয়স্ক মানুষের শেষ জীবনটা আরো বেশি উজ্জ্বল ও সুন্দর করার লক্ষ্যেই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ প্রতিটি জেলায় নেয়া উচিৎ বলেও মনে করেন এ কর্মকর্তা।

তবে এ স্বাস্থ্য সেবাকেন্দ্রে যদি প্রতিদিন ডাক্তার আসার ব্যবস্থা করা হয় এবং ফ্রি ওষুধ দেয়া হয় তাহলে অবসরপ্রাপ্ত অস্বচ্ছলরা উপকৃত হবেন বলে জানিয়েছেন অনেক পেনশনভোগী।

আরাফাত হোসেন/এসএস/পিআর

আরও পড়ুন