ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫১

প্রকাশিত: ০৮:১৬ এএম, ২০ আগস্ট ২০১৬

জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ৫১ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জামালপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাই, চুরির সঙ্গে যুক্ত ৫১ জনকে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়েছে। এর মধ্যে জামালপুর সদর থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। বাকীদের বিভিন্ন উপজেলা থেকে আটক করা হয়।

শুভ্র মেহেদী/এসএস/পিআর

আরও পড়ুন