চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় এ ঘটনা ঘটে।
চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নন্দন চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
এতে অফিসে থাকা আসবাবপত্র ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর পেয়ে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এএসআই।
বিএ