ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে জাগো নিউজের ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২০ আগস্ট ২০১৬

চলতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মাদারীপুরের শিবচরের পদ্মা নদী বেষ্ঠিত চরাঞ্চলবাসীর মাঝে ত্রাণ বিতরণ করেছে জাগো নিউজ। শনিবার বিকেলে জেলার শিবচর উপজেলার চর জানাজাত ইউনিয়নের সিরু চৌধুরীর হাট প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্থ সাড়ে ৩শ` পরিবারের মাঝে প্রাণ-আরএফল গ্রুপের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।

চর জানাজাত ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি সাকি সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান, শিবচর প্রেসক্লাবের সভাপতি, জাগো নিউজের জেলা প্রতিনিধি এ কে এম নাসিরুল হক, শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. জামাল বেপারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইদ্রিস সরকার, চর জানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান সরকারের ছেলে যুবলীগ নেতা রায়হান সরকার, ইউনিয়নের মেম্বার বাদশা মিয়া, ইউনুস বেপারী প্রমুখ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মাদারীপুর জেলায় ক্রমান্বয়ে আরো ৮শ` বন্যার্তদের মাঝে প্রাণ-আরএফএলের সহযোগিতায় ত্রাণ বিতরণ করবে জাগোনিউজ২৪.কম।

এ কে এম নাসিরুল হক/আরএস