সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
সুন্দরবনের হাড়বাড়িয়ার বাইনতলা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু সুমন (৩৫) নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় খুলনার দাকোপ থানার সুন্দরবনের বাইনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দাকোপ থানার সুন্দরবনের বাইনতলা এলাকায় কোস্টগার্ডের একটি দল অভিযান চালালে বনদস্যু মনাবাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। এ সময়ে কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়লে মনা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বনদস্যু সুমন গুলিবিদ্ধ হয়। পরে তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান।
কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার অপরেশন লে. এম ফরিদুজ্জামান জানান, কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সুমন (৩৫) গুলিবিদ্ধ হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুন্দরবনের ওই এলাকা থেকে ডাকাতদের ব্যবহৃত ১০টি আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন ও নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শওকত আলী বাবু/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ