কাপ্তাইয়ে আগুনে পুড়ে ২৬ দোকান ভস্মীভূত
রাঙামাটির কাপ্তাই উপজেলার একটি বাজারে আগুন লেগে ২৬টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা।
রোববার দুপুরে উপজেলার রাইখালী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬টি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১টার দিকে বাজার সংলগ্ন একটি বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের ২৬টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে কাপ্তাই, রাঙ্গুনিয়া ও নৌ বাহিনীর ফায়ার ব্রিগেডসহ তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।
সুশীল প্রসাদ চাকমা/এএম/এবিএস