চাঁদপুর শহর রক্ষা বাঁধ ধস : ঝুঁকিপূর্ণ ঘোষণা
মেঘনার উত্তাল ঢেউ ও তীব্র স্রোতে চাঁদপুর শহর রক্ষা বাঁধের বড় স্টেশন মোলহেডে ভয়াবহ ধস দেখা দিয়েছে। রোববার সন্ধ্যা থেকে এ ধসে ইতোমধ্যে বাঁধের অনেকাংশ দেবে গেছে। ফলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ বাধেঁর ৩শ’ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।
সরজমিনে দেখা গেছে, বাঁধ এলাকায় লাল পতাকা দিয়ে জন সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। ধসের এ অবস্থা অব্যাহত থাকলে মোলহেড মেঘনায় বিলীন হয়ে পুরান বাজারের ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার বিকেল থেকে মেঘনার উত্তাল ঢেউ চাঁদপুর বড় স্টেশন মোলহেডে আঘাত হানতে শুরু করে। তীব্র স্রোতে মোলহেডের তিন দিক থেকের প্রায় ৩শ’ মিটার বৃহৎ অংশের ব্লকসহ নদীপারের মাটি দেবে যায়। পর্যটকদের বসার বেঞ্চগুলোর অধিকাংশই ভেঙে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। কয়েকটি গাছ ও পিলার হেলে পড়েছে।
খবর পেয়ে চাঁদপুর জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রধান প্রকৌশলী নিজামুল হক ভূঁইয়া জাগো নিউজকে জানান, ‘সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘনা উত্তাল হয়ে ওঠে, প্রচন্ড বাতাস আর ঢেউ পাড়ে আঘাত হানছে। ঢেউয়ের উচ্চতা প্রায় ১০-১৫ ফুট। মূলত এ ঢেউয়ের আঘাতেই ব্লকগুলো দেবে গেছে।’
তিনি আরো বলেন, ‘আতঙ্কের কারণ নেই, পরিস্থিতি স্বাভাবিক হলে স্টকে থাকা বালিভর্তি জিও বেগ ফেলা হবে। পরবর্তীতে এ স্থানটিকে আরো উঁচু করা হবে।’
পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জাগো নিউজকে জানায়, ২০১৩-১৪ অর্থবছরে মোলহেডের ধস দেখা দিলে দেড় কোটি টাকার কংক্রিট ব্লক ও বালু ভর্তি জিও বেগ ফেলা হয়। যা ছিল অপ্রতুল। তারপর আর কোন সংস্কারমূলক কাজ হয়নি। যদিও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার মোলহেডে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বোর্ড এ ব্যাপারে কোন কর্ণপাত করেনি।
ইকরাম চৌধুরী/আরএস