ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দোহার তৈরিতে ব্যস্ত মাগুরার শিল্পীরা

প্রকাশিত: ০৪:০৮ এএম, ২২ আগস্ট ২০১৬

মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের বাড়িতে বাড়িতে চলছে দোহার তৈরির ধুম। বাঁশ ও সুতার নিপুণ বুননে নারী-পুরুষ ব্যস্ত সময় পার করছে দোহার তৈরিতেভ। সংসারে বাড়তি আয় ও একটু ভালো খাওয়া পরার উদ্দেশ্যে বাবা মায়ের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও এ কাজে তাদের সহযোগিতা করে থাকে।

জানা গেছে, জুলাই ও আগস্ট মাসে দেশের নদ-নদী ও খালবিলে পর্যাপ্ত পানি থাকে বিধায় প্রচুর মাছও ধরা পড়ে। এ কারণে প্রতি বছর এ দু’মাস এখানকার মানুষ মাছ ধরার দোহার বানিয়ে অর্থ কড়ি উপার্জন করে থাকেন। এখানকার তৈরি দোহারের গুণগত মান ভালো ও দাম কম হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে অনেক।

Magura-Dohar

অশোক কুমার জাগো নিউজকে জানান, প্রতিটি দোহার ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। এ গ্রামের উৎপাদিত দোহার স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলা নড়াইল, ঝিনাইদহ, যশোর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে যায়।

দোহার শিল্প সমিতির নেতা বিরেন শর্মা জাগো নিউজকে জানান, দোহার তৈরির প্রধান উপকরণ বাঁশ ও সুতার দাম বৃদ্ধি পাওয়ায় বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে। তবে বাপ-দাদার পুরনো পেশা ধরে রাখতেই এ শিল্পকে টিকিয়ে রেখেছেন অনেকে।

Magura

দেশের পুরনো দোহার শিল্পকে টিকিয়ে রাখতে হলে স্বল্প সুদে ব্যাংক ঋণ ও বাজার ব্যবস্থার উন্নতির প্রয়োজন বলে মনে করেন তিনি।

আরাফাত হোসেন/এসএস/এমএস

আরও পড়ুন