বান্দরবানে ২৪ ঘণ্টার জন্য সিএনজি-মাহেন্দ্র চলাচল বন্ধ
ফাইল ছবি
মাহেন্দ্র চালকের উপর হামলা ও সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজীর প্রতিবাদে বান্দরবানে ২৪ ঘণ্টার জন্য সিএনজি ও মাহেন্দ্র গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বান্দরবান সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতি।
সোমবার দুপুরে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে এ ঘোষণা দেন নেতারা।
বান্দরবান সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি মো. হোসেন জানান, কয়েকদিন আগে পাহাড়ের সন্ত্রাসীরা সমিতি থেকে বাৎসরিক চাঁদা এক লাখ নব্বই হাজার টাকা দাবি করে। এ সময় সমিতির সিএনজি মালিকরা সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানায়।
তিনি আরো জানান, সোমবার দুপুরে সারে ১২টার দিকে উজি-হেডম্যান পাড়ায় যাওয়ার সময় পাহাড়ি সন্ত্রাসীরা একটি সিএনজিকে গতিরোধ করে চালককে মারধর করে। পরে মোবাইল ফোনে সমিতিকে চাঁদা দিয়ে সিএনজি ছাড়িয়ে নিতে বলেছে।
এ অবস্থায় চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুর ১টা থেকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত বান্দরবান সদরের সব সড়কে সিএনজি ও মাহেন্দ্র গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় সমিতি।
এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজদের গ্রেফতার করা না হলে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি মো. হোসেন।
এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিএনজিটি উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
সৈকত দাশ/এএম/পিআর