চট্টগ্রামে জামায়াতের ৫ নেতা গ্রেফতার
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ও জামালখান এলাকা থেকে পাঁচ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- আকবর শাহ থানা জামায়াতের সেক্রেটারি আরিফউল্লাহ, নগর জামায়াতের রুকন মাহমুদ ইলাহী, আনোয়ার লিটন, কামাল হোসেন ও জামায়াতের শ্রমিক সংগঠন ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান শাহীন।
কোতোয়ালী থানার উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কোতোয়ালী থানার জামালখান এলাকা থেকে শাহীনকে গ্রেফতার করা হয়। অবরোধ ও হরতালে ভাড়াটে পিকেটারদের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে নাশকতা সংঘটনের নেপথ্যে কাজ করছিল জামায়াতের এ নেতা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচলাইশ থানা এলাকার একটি বাসায় বৈঠকের সময় চার জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।