বরগুনায় নদীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
বরগুনায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আবদুল মোতালেব খাঁন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খাকদোন নদীর পুরান লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মো. আবদুল মোতালেব খাঁন বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা।
প্রতক্ষাদর্শীরা জানান, খাকদোন নদীর পুরান লঞ্চ ঘাট এলাকায় নৌকায় করে ঝাকি জাল দিয়ে নদীতে মাছ ধরছিলেন আবদুল মোতালেব খাঁন। এ সময় জালের রশি তার ডান হাতে বাঁধা ছিল।
বেলা সাড়ে ১১টার দিকে তিনি জাল নদীতে নিক্ষেপ করলে নদীর স্রোতে জাল ভাসিয়ে নিয়ে গেলে তিনি নৌকা থেকে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম মিরাজ/এসএস/এমএস