গাইবান্ধার দুর্গম চরে একজনকে গুলি করে হত্যা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চর ফজলুপুর ইউনিয়নের হেলেঞ্চার চরে দুবৃর্ত্তদের গুলিতে শহিদুল হক খাঁ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাতে কয়েক মিনিটের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়ে দুবৃর্ত্তরা পালিয়ে যায় বলে এলাকাবাসী জানান।
নিহত শহিদুল হক এলাকায় জমি মাপার সার্ভেয়ার হিসেবে পরিচিত এবং একজন কৃষিজীবী। তিনি ওই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে ১২-১৩ জনের একটি দুর্বৃত্তদল শহিদুলের ঘরের দরজায় কড়া নাড়ে। শহিদুল ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মুখে বন্দুক ধরে গুলি করে তাকে হত্যা করা হয়।
এসময় শহিদুল খাঁর ছেলে সজীব (১২) চিৎকার করে লোকজন ডাকলে আশেপাশের লোকজন ছুটে আসে। কিন্তু দুর্বৃত্তদল আগে থেকে রেখে যাওয়া একটি নৌকায় করে পালিয়ে যায়।
ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, দুবৃর্ত্তরা হয়ত রাতে শহিদুলের গোয়াল ঘরে থেকে গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে শহিদুল বাধা দিলে তাকে গুলি করা হয়।
তবে ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুবৃর্ত্তরা ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনের উদ্দেশ্যেই তারা এসেছিল। কারণ তারা কোনো ধরণের মালামাল নেয়নি। তারপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অমিত দাশ/এফএ/পিআর