পীরগঞ্জ শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
ছাত্রসমাজের কতিপয় কর্মীর হাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ঠাকুরগাঁও পীরগঞ্জ সরকারি কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ও পীরগঞ্জ সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি ও কালোব্যাজ ধারণ করা হয়। মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় পীরগঞ্জ সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক একরামুল হক বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।20160823175842.jpg)
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ বদরুল হুদা বলেন, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
লাঞ্ছনার শিকার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তপন কুমার রায় জানায়, গত সোমবার বেলা ১১টায় কলেজের এইচএসসি ১ম বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নিতে যান তিনি। শিক্ষার্থীদের হাজিরা ডাকার পরপরই তিনজন শিক্ষার্থী কোনো কিছু না বলেই ক্লাসের বেঞ্চের ওপর দিয়ে লাফিয়ে কক্ষ থেকে বের হয়ে যায়। এতে সাধারণ শিক্ষার্থীসহ শিক্ষক তপন হতভম্ব হন।
একপর্যায়ে ওই তিন শিক্ষার্থীকে ক্লাসে ডেকে এনে ঐদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ধমক দেন শিক্ষক তপন।
এরপর ক্লাস শেষে শিক্ষক তপন বেরিয়ে আসলে তার ওপর ছাত্রসমাজের প্রায় ১৫ জন নেতা-কর্মী হামলা করে। পরে কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন। হামলার পর ছাত্রসমাজের নেতাকর্মীরা ওই শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দেয়।
মো. রবিউল এহসান রিপন/এএম/আরআইপি