প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কনিকা (১৬) নামে এক কিশোরীর শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তিন বখাটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ১২ শতাংশ পুড়ে গেছে।
কনিকা পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ইউসুফ হোসেন নাজিরের মেয়ে।
এ ব্যাপারে সোমবার জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে মেয়েটির মা কমলা খাতুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় একই এলাকার বখাটে মো. শামছু মিয়ার ছেলে মো. রমজান মিয়া (২০), রেনু কেরানির ছেলে মো. মাসুদ মিয়া (৩০) ও বাচ্চু মিয়ার ছেলে জুয়েল মিয়াকে (২৫) আসামি করা হয়।
ট্রাইব্যুনালের বিচারক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, মেয়েটি স্কুলে যাওয়ার পথে ওই তিন যুবক তাকে উত্ত্যক্ত করতে। তারা কনিকাকে প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু মেয়েটি এ প্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত হয় বখাটেরা। গত ৩০ জুলাই প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ওই বখাটেরা তার গতিরোধ করে ও পেট্রল ঢেলে শরীরে আগুন দেয়। এতে তার শরীরের তলপেট, দুই হাত, দুই উরু পুড়ে যায়। তাকে প্রথমে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ফেরার পর এ মামলা দায়ের করা হয়।
জেলা জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্যানেল আইনজীবী অ্যাড. এ বি এম লুৎফর রশীদ রানা জানান, মেয়েটি এখনো অসুস্থ। দরিদ্র হওয়ায় তার মামলার খরচ সরকার বহন করবে। আমরা তাকে সব ধরনের আইনি সহায়তা দিচ্ছি।
নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক